১৪ কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও সড়ক ভেঙে ধসে গেছে, কোথাও ঢালাই ভেঙে আস্ত রড বেরিয়ে আছে। শুধু তাই নয়, প্রায় ১৬ বছর আগে চলন বিলের বুক চিরে নির্মিত এই সড়ক বর্ষায় রূপ নেয় বিশাল জলাশয়ে, তখন সড়কেই চলে নৌকা। আবার শুষ্ক মৌসুমে সেই ভাঙা সড়কেই ছুটে যানবাহন। এমন পরিস্থিতিতে শত আশা নিয়ে গড়ে এই সড়ক নিয়ে দুর্ভোগে পড়েছে অন্তত তিন উপজেলার লক্ষধিক মানুষ।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও... বিস্তারিত