১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শেখানো হয়েছে : মঈন খান

2 weeks ago 5

বিগত সরকার পাঠ্য পুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে গত ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতন কারাগার ভেঙে সেদিন ছাত্র-জনতা পুণরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট ছাড়াও এর আগে ছাত্র-জনতা দেশের পাশে থেকেছে। জাতির প্রয়োজনে রাজপথে নামেছে বারবার। প্রয়োজনে ভবিষ্যতেও রাজপথে নামবে। তবে শিক্ষার্থীদের মূল কাজ ভুলে গেলে চলবে না। তাদের পড়াশোনায় ফিরতে হবে। জাতীর প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছে, সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে তাদের।’

পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার প্রমুখ।

Read Entire Article