১৭০ কিমি বেগে ঝড়ের আঘাতে বন্ধ স্কুল, ফ্লাইট বাতিল

9 hours ago 5
১৭০ কিলোমিটার গতিতে শক্তিশালী ঝড় টাপাহ আঘাত হানায় হংকংয়ে বন্ধ করা হয়েছে স্কুল এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। সোমবার (৮ সেপ্টেম্বর) ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি বাতাসের কারণে অর্থনৈতিক হাবের এই শহরে বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়। খবর রয়টার্স  তবে বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক অনেক কম ছিল। এ ছাড়া কোনো ধরনের ভূমিধস কিংবা বন্যার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে বেশ কিছু যানবাহন, যেমন- ফেরি, বাস এবং ট্রাম বন্ধ রাখা হয়। পাশাপাশি শহরটির দ্রুত গতির যান মেট্রোরেলও দীর্ঘ সময় পর পর ছেড়ে যায়।  হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা ১১টা পর্যন্ত তাইফুনের সতর্ক সংকেত ৮ বজায় থাকবে। এটি শক্তির দিক থেকে তৃতীয় মাত্রার সংকেত। পরিস্থিতি উন্নতি হলেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে আজ স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে শহরটির এডুকেশন ব্যুরো।  সোমবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত লানতু দ্বীপের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা ধমকাসহ ১৫১ কিলোমিটার পর্যন্ত ওঠে।  আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শক্তিশালী ঝড় টাপাহ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে চীনের উত্তরাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ তাইশানের ওপর আঘাত হানে। এরপর এটি হংকংয়ে আড়ছে পড়ে। এদিকে চীনের সেনজেন শহরেও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। 
Read Entire Article