বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে একটি প্লাটফর্মে নিয়ে আসতে ২০২৪ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগের। ওই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া রংপুর রাইডার্সই শেষ হাসি হেসেছিল। এক বিরাট সাফল্য বয়ে এনেছিল বিপিএলের অন্যতম সফল ও নামী দল ফ্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে হারিয়ে উদ্বোধনী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।
এবারও গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ গায়নায় যাবে রংপুর রাইডার্স। সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুলাই গায়ানার উদ্দেশে যাত্রা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
 
গতবারের মতো ২০২৫ আসরেও এই টুর্নামেন্টে অংশ নেবে ৫টি দল। তবে তিনটি দলে রদবদল হয়েছে। পাকিস্তানের লাহোর কালান্দার্সের পরিবর্তে আরব আমিরাতের দুবাই ক্যাপিটালস, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়ার পরিবর্তে একই দেশি হোবার্ট হ্যারিকেন্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের পরিবর্তে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস টুর্নামেন্টে এসেছে। আর পুরাতন দল হিসেবে খেলবে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স
আগামী ১০ জুলাই গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। ১৩ জুলাই অস্ট্রেলিয়ার হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ রংপুর রাইডার্সের। তৃতীয় খেলাটি হবে ১৬ জুলাই। সে ম্যাচে রংপুরের প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস। ১৭ জুলাই বাংলাদেশের প্রতিনিধিদের শেষ ম্যাচ সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।
টিম ম্যানেজার আহসানুর রহমান রহমান মল্লিক রনি আজ সোমবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে ওপরের তথ্য দিয়ে জানান, এখন রংপুর ম্যানেজমেন্ট বিসিবির অনুমোদনের অপেক্ষায় আছে। বিসিবি এনওসি দিলেই গায়ানা যাত্রার প্রস্তুতি শুরু হবে বলে ম্যানেজার রনি জানান।
 
রনির দেওয়া তথ্য অনুযায়ী, ৯ স্থানীয় ক্রিকেটার নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অংকন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি ও রাকিবুল হাসান আছেন এবারের দলে। সঙ্গে বিদেশি কোটায় আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ, যুক্তরাষ্ট্রের হারমিত সিং।
এআরবি/এমএইচ/

 4 months ago
                        52
                        4 months ago
                        52
                    








 English (US)  ·
                        English (US)  ·