২ মিলিয়ন ছাড়াল ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক
জনপ্রিয় সংবাদমাধ্যম ‘কালবেলা’ সংবাদের পাশাপাশি বিনোদন জগতের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। বাংলা নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দর্শকদের মানসম্মত নাটক উপহার দিতে নতুন বছরের প্রথমদিনে যাত্রা শুরু করেছে ‘কালবেলা ড্রামা’। প্রথমদিনেই মুক্তি পাওয়া জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। নতুন চ্যানেলে যাত্রা শুরু করেও মাত্র ৩ দিনে মিলিয়ন ও ৬ দিনে ২ মিলিয়ন দর্শকের চোখ পড়েছে নাটকটিতে।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আর্ত মানবতা, প্রাণী ও প্রকৃতি প্রেমের গল্প ‘পাগলের সুখ মনে মনে’। শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সুস্ময় সুমনের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও অভিনয় করেছেন এই নাটকে।
অভিনেতা, নির্মাতাদের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে একটি কুকুরকে। টাইসন নামে কুকুরের পর্দায় অনবদ্য অভিনয় দেখে অবাক দর্শকরা।
গল্পে নিলয় আলমগীর অভিনীত ‘পাগলা সুমন’ চরিত্রকে আর্ত মানুষ ও পশুপ্রেমীরূপে দেখা যায়। সমাজের দৃষ্টিভঙ্গীর বাহিরে গিয়ে তার এ অনন্য মানবতার নজির উল্টো তাকে ‘পাগলা’ উপাধি দেয়। হিমির চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। তানজিম হাসান অনিক ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের চরিত্র। এমন নানান চরিত্রে দুর্দান্ত এক নির্মাণ হয়ে উঠেছে নাটকটি।