বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আরও দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন ফিল সিমন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যানকে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়ে চুক্তি নবায়ন করেছে।
এর আগে, সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তি ছিল সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত, যা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে তার কোচিংয়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিবেচনায় এনে বোর্ড তাকে আরও দীর্ঘ সময় জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিমন্স এর আগে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ দলের সঙ্গে তার নতুন চুক্তির ফলে আগামী চার বছর তিনি টাইগারদের ডাগআউটে থাকবেন এবং দলকে বিশ্বকাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।