২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের প্রধান কোচ সিমন্স

11 hours ago 6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আরও দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন ফিল সিমন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যানকে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়ে চুক্তি নবায়ন করেছে।

এর আগে, সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তি ছিল সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত, যা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে তার কোচিংয়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিবেচনায় এনে বোর্ড তাকে আরও দীর্ঘ সময় জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিমন্স এর আগে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ দলের সঙ্গে তার নতুন চুক্তির ফলে আগামী চার বছর তিনি টাইগারদের ডাগআউটে থাকবেন এবং দলকে বিশ্বকাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।

Read Entire Article