২২ অক্টোবরের পর এমন পরিবেশ হবে যা আগে বাংলাদেশ দেখেনি

3 hours ago 4

২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে ২২ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হলে শিক্ষকদের ঢাকায় এনে যমুনা ঘেরাও করা হবে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আমরণ অনশন ও শিক্ষক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আজিজী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ করার পরও যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে অবস্থান নেওয়া হবে। আমরা দেখবো আবরার সাহেব (শিক্ষা উপদেষ্টা) শিক্ষকের বুকের ওপর দিয়ে কীভাবে সচিবালয়ে প্রবেশ করেন।

আরও পড়ুন
শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানে ‌‘না’, আমরণ অনশনে শিক্ষকরা

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত হলো- আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবো। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ আগে কখনো দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা আমরা ঘেরাও করবো, কেউ ঠেকাতে পারবে না।

শিক্ষক নেতা আজিজী বলেন, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে। শিক্ষক ভাইদের অনুরোধ করবো প্রশিক্ষণ প্রত্যাহার করে আপনারা চলে আসুন। আবরারের (শিক্ষা উপদেষ্টা) অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। আগামীকাল দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে অবস্থান নেবো।

এএএইচ/বিএ/এএসএম

Read Entire Article