বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের স্বপ্ন দেখতে থাকুন: ট্রাম্পকে খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিছক কল্পনা ছাড়া কিছু নয়। সোমবার (২০ অক্টোবর) নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, স্বপ্ন দেখেই যান।
ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৩ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ বহু
ভূমধ্যসাগরে গত তিনদিনে একাধিক নৌকা ডুবে এক সন্তানসম্ভবা নারীসহ অন্তত তিনজন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। নিখোঁজ হয়েছেন ২০ জনেরও বেশি। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ অভিবাসনপ্রত্যাশী।
অস্ট্রেলিয়ার নজরদারি বিমানকে ধাওয়া দিলো চীনের যুদ্ধবিমান
অস্ট্রেলিয়া অভিযোগ করেছে, দক্ষিণ চীন সাগরের ওপর একটি চীনা সামরিক বিমান তাদের একটি নজরদারি বিমানের খুব কাছাকাছি জ্বলন্ত ফ্লেয়ার ছুড়েছে। এটিকে ‘অসুরক্ষিত ও অপেশাদার আচরণ’ হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া।
বিয়ের খরচ কমাতে কী করছেন ভারতীয়রা?
সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় এবারের বিয়ের মৌসুমে খরচ কমাতে অভিনব সব কৌশল নিচ্ছেন ভারতীয়রা। সবচেয়ে জনপ্রিয় উপায় হলো- পুরোনো গহনা বদলে নতুন কেনা। এভাবে বিয়ে আয়োজনের বাড়তি ব্যয় কিছুটা সামাল দিচ্ছেন অনেকেই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনায় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্য উত্তেজনা শুরু হওয়া ও অভ্যন্তরীণ আবাসন খাতের সংকট দীর্ঘায়িত হওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর শেষে গত তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে।
ইমরান খানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতের ওপর ‘বিরাট শুল্ক’ চলবেই
ভারতের রুশ তেল কেনা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ভারত রুশ তেল কেনা বন্ধ না করলে দেশটির পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ‘বিরাট শুল্ক’ আরোপ চলতেই থাকবে।
সীমান্তে ‘ভূতের শব্দ’ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড
সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ‘ভূতের শব্দ’ বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, এমন অভিযোগ করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন। দেশটির মানবাধিকার কমিশনও বলেছে, এটি একধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যদিও প্রতিবেশী দেশ দুটি গত জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ফের খুলে দেওয়া হচ্ছে
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় খুলে দেওয়া হতে পারে। সোমবার (২০ অক্টোবর) জিও নিউজকে এমনটাই জানিয়েছে সূত্র। একদিন আগেই দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ইন্দোনেশিয়ায় ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টোর ক্ষমতায় এক বছর পূর্তিতে সোমবার (২০ অক্টোবর) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর দুই মাস আগে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের পর এটি ছিল সরকারের বিরুদ্ধে আরেকটি প্রতিবাদ।
এমএসএম/এএসএম

3 hours ago
4









English (US) ·