২৫ বছরের স্মৃতিতে ফিরে দেখা: টেস্ট ক্রিকেটের টিকিটে বাংলাদেশের গল্প

2 hours ago 4

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সূচনা হয়েছিল ২০০০ সালের ১০ নভেম্বর। ঠিক ২৫ বছর পর, সেই ঐতিহাসিক দিনটিকেই বেছে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী প্রকাশনার জন্য। বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারকগ্রন্থ ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’, যেখানে সংরক্ষিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ৫০টি স্মরণীয় ম্যাচের টিকিট—প্রত্যেকটি টিকিট যেন এক একটি গল্প, এক একটি সময়ের সাক্ষী।

গ্রন্থটি সাজানো হয়েছে ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে। তার দীর্ঘদিনের পরিশ্রম ও ভালোবাসা মিশে আছে এই স্মারকে, যেখানে ফুটে উঠেছে দেশের ক্রিকেটের আবেগ, সংগ্রাম আর গৌরবময় যাত্রাপথ।

জুনায়েদ পাইকার বলেন, “এই টিকিটগুলো শুধু কাগজ নয়, এগুলো আমাদের ক্রিকেট ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। প্রতিটি ম্যাচ, প্রতিটি তারিখ, প্রতিটি স্টেডিয়ামের নামের ভেতর লুকিয়ে আছে একেকটি স্মৃতি। এই বই আমার পক্ষ থেকে ক্রিকেটপ্রেমীদের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি।”

বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম ও গ্রিপার মার্ক যৌথভাবে বইটি প্রকাশ করেছে। এতে রয়েছে প্রথম টেস্ট থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য সব ম্যাচের টিকিট—যেমন ২০০৫ সালে ইংল্যান্ডে বাংলাদেশে ঐতিহাসিক জয়, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড-বধ, কিংবা মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্মৃতি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বইটির প্রকাশ উপলক্ষে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, “‘মেমোরেবল ম্যাচ টিকিটস’ শুধু একটি সংগ্রহ নয়, এটি আমাদের ক্রিকেটের উত্তরাধিকারের দলিল। প্রতিটি টিকিট আমাদের গর্ব ও অর্জনের প্রতীক। ভবিষ্যত প্রজন্মের কাছে এই উদ্যোগ অমূল্য হয়ে থাকবে।”

২৫ বছরের যাত্রা উপলক্ষে প্রকাশিত এই স্মারকগ্রন্থকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও তুঙ্গে। বইটি ১০ নভেম্বর থেকে পাওয়া যাবে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের ওয়েবসাইটে (www.cricketmuseum.com.bd)।

ক্রিকেটের ইতিহাসের প্রতিটি বাঁক আর আবেগের অনুরণন যেন এখানে টিকিটের কালি ছুঁয়ে জীবন্ত হয়ে উঠেছে—এক প্রজন্মের ক্রিকেট-ভালোবাসার গল্প হয়ে।

Read Entire Article