২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, সড়কে শিক্ষার্থীরা

1 month ago 6
ভুল বিষয় উল্লেখ করে রাজধানীর সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। ভুলের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের অবহেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।  জানা গেছে, পরীক্ষার্থীদের এডমিট কার্ডে এমন বিষয় উল্লেখ করা হয়েছে- যেগুলো তাদের পড়ানো হয়নি। এর মধ্যে রয়েছে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল। অথচ শিক্ষার্থীরা এসব বিষয়ে কোনো ক্লাস করেনি বা বইও সরবরাহ করা হয়নি। বেলা ১১টা থেকে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আশুলিয়া-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নেন। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা যেসব বিষয় পড়েছি, এডমিট কার্ডে তা নেই। তাহলে আমরা পরীক্ষার খাতায় কী লিখব? এমন দায়িত্বহীনতা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। আমরা এর বিচার চাই। তাদের দাবি- ভুল এডমিট কার্ড সংশোধন করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা দিতে হবে। দায়ীদের চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। আগামীকাল থেকে কলেজের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, শিক্ষক ও শিক্ষার্থীদের গণস্বাক্ষরের মাধ্যমে গেট ব্লকেড এবং পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগেও গতকাল ৮ জুলাই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছিল কিন্তু অভিযোগ রয়েছে- এতে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে।
Read Entire Article