২৯০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার 

2 weeks ago 17

কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বাস থেকে ২৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান। গ্রেপ্তারকৃতরা হলো- মাহাবুব আলম (৩২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (২৭)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মতিঝিলের আল হেলাল পুলিশ বক্স এর বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। 

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী মার্সা পরিবহনের একটি বাসে একজন নারী ও একজন পুরুষ  ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাসটি আল হেলাল পুলিশ বক্স এর বিপরীত পাশে পাকা রাস্তার ওপর আসলে বাসে থাকা ড্রাইভার ও হেলপারের সহায়তায় সন্দেহভাজন মাহাবুব আলম ও রাজিয়া বেগমকে বাস থেকে নিচে নামানো হয়। তাদেরকে ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাদের কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। তারপর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজত থেকে ২৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকাতে এনে বিক্রি করে আসছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে। 

Read Entire Article