৩ মাসের মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

4 days ago 9

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী তিন মাসে এমন আরও কয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া দপ্তরের গত ১ সেপ্টেম্বর প্রকাশিত তিন মাসের জলবায়ু পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দু-একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এ ছাড়া এ সময় দেশে ৬ থেকে ১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে দেশে ২ থেকে ৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Read Entire Article