৩০ লরি নিলামে তুলল চট্টগ্রাম কাস্টমস

3 months ago 30
আমদানি করা স্যানি ব্র্যান্ডের নতুন ৩০টি ১০ চাকার কংক্রিট মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ২০২৩ সালে আমদানি করা গাড়িগুলো নিতে আগ্রহ পাচ্ছেন বিডাররা। বুধবার (০৭ মে) সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ই-অকশনের মাধ্যমে এ গাড়িগুলো নিলামে তোলে। কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা ৩০টি লরির মধ্যে ১৫টিতে ১০ চাকা উল্লেখ করা হয়। তবে ক্যাটালগ দেখে জানা যায়, সবগুলো গাড়িই ১০ চাকার। ২০২৩ সালে এ গাড়িগুলো নতুন অবস্থায় চট্টগ্রাম বন্দরে আনা হয়। তাই গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বুধবার থেকে ২১ মে দুপুর ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হবে। এরমধ্যে ১৩ এবং ১৪ মে দুইদিন গাড়িগুলো আগ্রহীরা দেখার সুযোগ পাবেন। নিলামের দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, ‘একজন আমদানিকারকের আনা ৩০টি গাড়ি আমরা আলাদা আলাদা করে নিলামে তুলেছি। যেন কেউ চাইলে একটি গাড়িও নিতে পারেন। শুল্কায়নের পর দুই ধরনের দরে গাড়িগুলো রাখা হয়েছে। এরমধ্যে ১৫টি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা এবং বাকি ১৫টি ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।’ নিলামে বিডারদের আগ্রহ থাকা প্রসঙ্গে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘নিলামে এ গাড়িগুলো দ্রুত নিলামে তোলার কারণে বিডাররা আগ্রহী হবে। ক্যাটালগ অনুযায়ী, গাড়িগুলোর কনডিশন ভালো হওয়ার কথা। এরপরও প্রদর্শনের দিন বাকিটা বোঝা যাবে। কাস্টমসের নিলামে দ্রুততা আনাটা ভালো দিক। তবে সংরক্ষিত মূল্য আরও কমা রাখলে অল্প সময়ে কাস্টমস গাড়ি বিক্রি করে রাজস্ব আহরণ করতে পারতো।’
Read Entire Article