৩১ দফা এখন জাতির মুক্তির রূপরেখা : রাশেদুল আহসান রাশেদ
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী রাশেদুল আহসান রাশেদ বলেছেন, ‘জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্রের মুক্তি ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের এ ৩১ দফা এখন জাতির মুক্তির রূপরেখা। বিএনপি চায় জনগণের ভোটে ক্ষমতায় যেতে—পেছনের দরজায় নয়। এ কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিএনপ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সাভারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাভার থানা বাসস্ট্যান্ডের মর্ডান প্লাজা থেকে শুরু হয়ে থানা রোড, মুক্তির মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাশেদুল আহসান রাশেদ কর্মসূচির নেতৃত্ব দেন। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
লিফলেট বিতরণের সময় রাশেদুল আহসান রাশেদ আরও বলেন, ‘এই ৩১ দফার মধ্যেই রয়েছে প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি। বিএনপি বিশ্বাস করে, জনগণ জেগে উঠলে আর কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না।’
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, পোস্টার ও লিফলেট নিয়ে ‘তারেক রহমানের দফা বাস্তবায়ন করো, গণতন্ত্র ফিরিয়ে আনো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘গণমানুষের সরকার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও দোকানিদের মধ্যেও লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি কেন্দ্র করে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার অংশ হিসেবেই আজকের এই সাভারের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাভার থানা বিএনপি নেতারা বলেন, এ কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের আস্থা অর্জন করতে চান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদ অ্যাডভোকেট আনোয়ার হোসেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আল শাহরিয়ার নাদিম, ঢাকা জেলা ওলামা দলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক তারেক মো. শাহরিয়ার ইসলাম ড্রিম, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান পিয়াস, পৌর ছাত্রদলের সিনিয়ির ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহাগসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

2 hours ago
4









English (US) ·