৩১ দফার প্রচারণায় জামালপুর জেলা যুবদল

5 days ago 16

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় জামালপুরের বিভিন্ন পাড়ায়-মহল্লায় সমাবেশ করেছে জেলা যুবদল। শুক্রবার (০৬ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান। তিনি ৩১ দফাকে ‘আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা’ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এ ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে এ দফাগুলো হচ্ছে তার রূপরেখা।

এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, আসলাম, আরমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, যুগ্ম সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, সহ-দপ্তর সম্পাদক পপেল মাহমুদসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Read Entire Article