ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ৩৬ জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক আন্দোলন নয়; এটি ছিল জাতির সম্মিলিত ঐক্যের প্রতীক। সোমবার (২৬ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তাক্ত হচ্ছিলেন, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমে এসেছিলেন। স্কুল, কলেজ, পলিটেকনিক, মাদরাসার ছাত্র-ছাত্রীরাও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রমাণ করেছে—এই আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী সর্বস্তরের ছাত্র-জনতার আন্দোলন।
জাহিদুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, গাড়িচালক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। এ আন্দোলন বয়স, পেশা কিংবা সামাজিক অবস্থানভেদে বিভক্ত ছিল না।
তিনি শহীদদের স্মরণ করে বলেন, প্রত্যেক যোদ্ধার শাহাদাতের তামান্না ছিল এই বিপ্লবের শক্তির উৎস। শিশুসহ নব্বই বছরের বৃদ্ধও এই বিপ্লবের অংশীদার ছিলেন। মা-বাবারা ছিলেন এই আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ পদক্ষেপে জুলাই ঐক্য বিনষ্ট হতে পারে না, এবং আমরা তা হতে দেব না। জাতীয় ঐক্য সমুন্নত রাখতেই আমাদের এই প্রচেষ্টা চলবে।
বার্তায় সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হলে জুলাইয়ের দিনগুলোর স্মৃতি সবাইকে সতেজ রাখতে হবে এবং লিখতে হবে।
এএএম/এমআইএইচএস/এএসএম