শনিবার রোমের ফরো ইতালিকো কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সে মার্কিন তারকা কোকো গফকে হারিয়ে ইতিহাস গড়েছেন ইতালিয়ান টেনিস সুন্দরি জেসমিন পাওলিনি। ৬-৪, ৬-২ সেটে জেতেন পাওলিনি। তাতেই হয়েছে ইতিহাস, ৪০ বছর পর ঘরের মাটিতে ইতালিয়ান ওপেনের নারী এককে শিরোপা জেতার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি টুর্নামেন্টের ৯৫ বছরের ইতিহাসে চতুর্থ ইতালিয়ান নারী বিজয়ী হিসেবেও নিজেকে প্রবেশ করিয়েছেন তিনি।
এই টুর্নামেন্টের... বিস্তারিত