৪১ বিসিএস শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

4 weeks ago 15

৪১ তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যরা ব্যাচের কল্যাণার্থে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এতে আহ্বায়ক হয়েছেন মো. নাজমুল হোসাইন নয়ন এবং সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ ফয়সাল।

নায়েম অডিটোরিয়ামে আহ্বায়ক কমিটি গঠন সংক্রান্ত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শাহ মো: আমীর আলীসহ সাধারণ শিক্ষা ক্যাডারের অন্য সিনিয়ররা।

অনুষ্ঠানে ব্যাচের জন্য নিবেদিত ও কাজ করতে আগ্রহী এমন কর্মকর্তাদের সমন্বয়ে একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব ছাড়াও ৬৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নতুন কমিটি মাউশির মাধ্যমিক শাখার পরিচালক ড. কে এম এ এম সোহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। অনুষ্ঠান সঞ্চালনা এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. মুরাদুজ্জামান।

Read Entire Article