৪৫১ রানের ম্যাচে ওয়ার্নারের কাছে হার বাবর আজমদের

3 months ago 66

পাক-ভারত যুদ্ধ শেষ হওয়ার পর আইপিএলের মত মাঠে গড়ালো পিএসএলও। বেঙ্গারুরুতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, রাওয়ালিপিন্ডিতে রানের বন্যা বইয়ে দিয়েছে দুই দল করাচি কিংস এবং পেশোয়ার জালমি।

দুই দল দিলে স্কোরবোর্ডে তোলে ৪৫১ রান। কিন্তু রানবন্যার এই ম্যাচে করাচি কিংসের কাছে ২৩ রানে হেরেছে পেশোয়ার জালমি। শুধু তাই নয়, প্লে-অফে খেলাও নিশ্চিত করে পেলেছে ডেভিড ওয়ার্নারের দল করাচি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২য় স্থানে তারা। ৮ পয়েন্ট নিয়ে পেশোয়ার পঞ্চম।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান তোলে করাচি কিংস। ৫০ বলে ৮৬ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ৪২ বলে ৭২ রান করেন জেমস ভিন্স। খুশদিল শাহ করে ১৫ বলে ৪৩ রান ও ১০ বলে ২৬ রান করেন মোহাম্মদ নবি।

জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ৪৯ বলে ৯৪ রান করে আউট হন তিনি। ১০টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন। এছাড়া সাইম আইয়ুব ৩১ বলে ৪৭ রান করেন। আর কেউ তেমন দাঁড়াতে না পারায় ৫ উইকেটে ২১৪ রানে থেমে যায় পেশোয়ারের ইনিংস।

আইএইচএস/

Read Entire Article