৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

2 weeks ago 6
৪৭তম বিসিএসের আবেদন মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তবে কী কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মতিউর রহমান জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য, ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে। গত ২৮ নভেম্বর পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাধারণ ক্যাডারসমূহে ৬২৭টি, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহে ১ হাজার ৮৮৩টি, সাধারণ শিক্ষায় ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য ০৯টি, সরকারি মাদ্রাসায়ে আলিয়ার জন্য ২৭টি, পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেইনিং কলেজের জন্য ১২টি পদে নিয়োগ দেওয়া হবে। তবে ক্যাডারভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্যে। এই ক্যাডার সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০, পররাষ্ট্র ক্যাডারে ১৫, পুলিশ ১০০, আনসারে ০৮, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায় ০৪, রেলওয়েতে ০৪, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২ এবং খাদ্যে ০১টি পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি সূত্র জানিয়েছে, আগামী বছরের মাঝামাঝি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের ৮টি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
Read Entire Article