৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় জয় স্পেনের

2 months ago 24

ম্যাচ তখন ড্রয়ে শেষ হওয়ার পথে। ৯৩ মিনিটে ব্রায়ান জারাগোজা আদায় করে নিলেন পেনাল্টি। সফল স্পট কিকে গোল করলেন তিনিই। নেশনস লিগে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় এক জয় পেলো স্পেন।

ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ৫ গোলের ৪টিই হয়েছে দ্বিতীয়ার্ধে।

নিষ্প্রাণ প্রথমার্ধে ৩২ মিনিটে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো সমতা টানার পাঁচ মিনিট পর স্বাগতিকদের ফের লিড এনে দেন বদলি নামা ব্রায়ান হিল।

শেষ দিকে (৮৫ মিনিটে) আন্দি জেকিরি পেনাল্টি থেকে আরেক দফা সমতা ফেরানোর পর যোগ করা সময়ে পেনাল্টি গোলেই ব্যবধান গড়ে দেন স্পেনের আরেক বদলি খেলোয়াড় ব্রায়ান সারাগোসা।

গ্রুপের শীর্ষে থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন। অন্যদিকে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে উঠেছে ডেনমার্ক।

এমএমআর/জেআইএম

Read Entire Article