দীর্ঘ পাঁচ বছর দেশে ফিরেছেন সাংবাদিক নাজমুস সাকিব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
এদিন দুপুর ১২টা ৪৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাজমুস সাকিব নিজেই দেশে ফেরার কথা জানান।
দেশে ফেরার ছবি পোস্ট করে পোস্টে তিনি লেখেন, ‘স্বাধীন বাংলাদেশে আগমন।’
সাংবাদিক নাজমুস সাকিব আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন ও নেতাদের নানা দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য আলোচিত হয়েছেন।
তিনি ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট ও স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভিতে কাজ করেছেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন একজন অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে। কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান হিসেবে কাজ করছেন নাজমুস সাকিব।
দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করা সাংবাদিক নাজমুস সাকিব ২০১৯ সালের পর থেকে আর দেশে ফিরতে পারেননি।