৬ মিনিটের মাথায় হামজার গোলে এগিয়ে গেলো বাংলাদেশ

3 months ago 33

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরীকে নিয়ে কেন এত উন্মাদনা, সেটি দেখা গেলো আরও একবার। ঘরের মাঠে অভিষেক ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করলেন তিনি।

দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশের জার্সিতে এটিই হামজার প্রথম গোল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। দুজনই আজ একাদশে আছেন।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।

এমএমআর/জিকেএস

Read Entire Article