৭২ ঘণ্টা সময় না পেলে খেলবে না রিয়াল মাদ্রিদ!

4 hours ago 5

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলেছিলো বুধবার রাতে। ম্যাচটি শুরু হয়েছিলো স্থানীয় সময় রাত ৯টায়। ১২০ মিনিটের পর ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। প্রচণ্ড ধকলের একটি ম্যাচের পর মাত্র দু’দিন বিরতি দিয়ে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লা লিগার ম্যাচ খেলতে নেমে যেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

ভিয়ারিয়ালের বিপক্ষে এই ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। যদিও পরে কিলিয়ান এমবাপে মাস্টারক্লাস দেখিয়ে জোড়া গোল করলেন এবং ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লজ ব্লাঙ্কোজরা।

জিতলেও ম্যাচ শেষে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টা সময় চান তিনি। না হয় রিয়াল মাদ্রিদ খেলবে না বলেও জানিয়ে দেন রিয়াল মাদ্রিদ কোচ।

শুক্রবারই আঁটোসাঁটো এই সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, সবাই শুধু টেলিভিশন রাইটস আর অর্থ নিয়ে ভাবে। খেলোয়াড়দের রিকভারির সময়টা নিয়ে কেউ ভাবে না।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ঘন সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। যাতে এমন কিছু আর না ঘটে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পূনর্ব্যাক্ত করেন রিয়াল মাদ্রিদ কোচ। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষ বার।’

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনোমতেই খেলব না।’

ফিফাও কিন্তু খেলোয়াড়দের সুরক্ষার বিষয়ে কঠোর। তারাও দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিরতি রেখে সূচি নির্ধারণ করার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু চূড়ান্ত সূচি প্রণয়ন করেন প্রতিযোগিতার আয়োজকরা। তারাই নিজেদের মত করে নির্ধারণ করেন। স্পেনে যেমন কর্তৃত্ব লা লিগার কর্তৃপক্ষের ওপর।

আইএইচএস/

Read Entire Article