৭২ ঘণ্টায় চারবার হামলার কবলে মার্কিন রণতরী

2 hours ago 5

৭২ ঘণ্টায় চারবার হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী।  ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে। 

বুধবার ( ১৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হুতিদের দাবি, লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে। গত ৭২ ঘণ্টায় এটিই তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা। হুতি যোদ্ধাদের দাবি অনুযায়ী, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এই হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইয়েমেনে মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।

সারি আরও বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারবে না। তিনি সতর্ক করে দেন যে, ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের হামলা আরও তীব্র হবে।

এর আগে, হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা। এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা চালায়। এ হামলায় ৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছেন। এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়।

ইসরায়েল দাবি করেছে যে, তারা হুতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। অন্যদিকে, ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, গত কয়েক ঘণ্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল, বিশেষত সাদা ও বন্দরনগরী হোদেইদাহ আক্রান্ত হয়েছে।

Read Entire Article