৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক 

4 hours ago 4

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর সদস্যরা। এ সময় তার ঘর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার পালংখালীর শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/২ ব্লকে এ অভিযান পরিচালিত হয়। ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমাদের কাছে খবর আসে এফডিএমএন সদস্য নুরুল আলমের ছেলে শফিউল্লাহ (৩০) তার শ্যালক তৈয়ব শাহর ছেলে সালাম শাহ (২৫) এবং বোনের জামাই সৈয়দুল আমিন (৩০) একটি কালো ট্রাংকে ইয়াবা নিয়ে ক্যাম্প-১৬, এ/২ ব্লকের টিকার মাঠ এলাকায় অবস্থান করছে। অভিযানে পুলিশ উপস্থিতি টের পেয়ে শফিউল্লাহ ও সালাম পালিয়ে গেলেও সৈয়দুল আমিনকে আটক করা হয়।

তিনি বলেন, এ সময় তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বসতঘরে রাখা ট্রাংকের মধ্যে ৮০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধারকৃত আলামত ৮টি প্যাকেটে রাখা ছিল, প্রতিটি প্যাকেটে ৫০টি এয়ারটাইট প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ছিল।

রিয়াজ উদ্দিন আহম্মেদ আরও জানান, উদ্ধারকৃত আলামত ও ধৃতের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতের মাধ্যমে আমরা বাকিদেরও ধরার চেষ্টা করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় ও আন্তর্জাতিক মাদক চক্রকে থামানোই আমাদের মূল লক্ষ্য।

Read Entire Article