৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

3 hours ago 4

ঘন কুয়াশার কারণে টানা প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সা‌ড়ে ১০টার দিকে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়ে। ফলে রাত দেড়টার দি‌কে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যায়। এতে দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদি‌কে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে নদী পা‌রের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি হয়ে গেছে। এসময় শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও চালক‌রা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক‌ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ১০টা ৪০ মি‌নিট থে‌কে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে। বর্তমা‌নে এ রু‌টে ১৫টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

রু‌বেলুর রহমান/জেডএইচ/জিকেএস

Read Entire Article