৯২ ঠিকাদারকে লাইসেন্স দিয়ে অনন্য নজির গড়লেন নারায়ণগঞ্জের ডিসি

2 months ago 29

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম ঘুষ ছাড়া ৯২ জন ঠিকাদারকে লাইসেন্স দেওয়া হয়েছে। বুধবার (২১ মে) নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজ হাতে ঠিকাদারকে নতুন লাইসেন্স প্রদান করেন। 

কোনো ধরনের ঘুষ না দিয়েও নতুন লাইসেন্স পেয়ে ঠিকাদাররা জেলা প্রশাসকের প্রশংসা করেছেন।

লাইসেন্সধারীদের একজন মেসার্স আলী ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মো. আলী আজগর বলেন, নারায়ণগঞ্জে ৪০ বছরের ঠিকাদারি জীবনে এই প্রথম এক পয়সা ঘুষ ছাড়াই লাইসেন্স পেলাম। এবার শুধু সরকার নির্ধারিত ফি ৫,৭৫০ টাকা জমা দিয়েই যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স হাতে পেয়েছেন তারা। কিন্তু অতীতে ঠিকাদারি লাইসেন্সের নবায়ন বা নতুন করে পেতে অতিরিক্ত ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো। 

মেসার্স মুলতাযাম ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. রহুল আমিন দিপু বলেন, ‘পূর্বে লাইসেন্স করতে গেলে অফিসে দালালদের পেছনে ঘোরা লাগত। এ ছাড়া দিতে হতো মোটা অঙ্কের ঘুষ। আজ আমরা ৯২ জন ঠিকাদার জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শুধু নির্ধারিত ফি দিয়ে সরকারি লাইসেন্স পেয়েছি। একজন ডিসি চাইলে ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব, তা এই জেলা প্রশাসক প্রমাণ করেছেন।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সরকারি অর্থের কাজ জনগণের কল্যাণে যেন সঠিকভাবে ব্যবহার হয়, সেটি নিশ্চিত করাই আপনাদের প্রধান দায়িত্ব। কাজের গুণগতমান বজায় রাখতে হবে। আজ যেভাবে ঘুষ ছাড়া লাইসেন্স পেলেন, তেমনি আপনারাও যেন কোনো ঘুষ ছাড়াই কাজ পান—এটাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সৎ থেকে ভালো কাজ করলে মানুষ আপনাদের কাজের কথা আজীবন মনে রাখবে। দুর্নীতিকে না বলুন, দায়িত্বকে হ্যাঁ বলুন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনসহ জেলা পরিষদের কর্মকর্তারা।

Read Entire Article