বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরছে না পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতের ভেন্যুতে অংশগ্রহণের ব্যাপারে আইসিসিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ, ভারত, আইসিসি ত্রিমুখী লড়াইয়ের মাঝেই পাকিস্তানি গণমাধ্যমের গুঞ্জন, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে। তবে এমন কোনো সিদ্ধান্তের কথা সরাসরি নাকচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তারা জানিয়েছে, বাংলাদেশকে সমর্থন জানালেও বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা পাকিস্তানের নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এসব ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিসিবি ইতোমধ্যে দুই দফা আইসিসির সঙ্গে বৈঠক করেছে। তবে দুই বৈঠকেই বিসিবি তাদের আগের অবস্থানে অনড় থাকলেও আইসিসি সূচিতে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে আইসিসি আগামী বুধবারের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ব

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরছে না পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতের ভেন্যুতে অংশগ্রহণের ব্যাপারে আইসিসিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ, ভারত, আইসিসি ত্রিমুখী লড়াইয়ের মাঝেই পাকিস্তানি গণমাধ্যমের গুঞ্জন, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে। তবে এমন কোনো সিদ্ধান্তের কথা সরাসরি নাকচ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তারা জানিয়েছে, বাংলাদেশকে সমর্থন জানালেও বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা পাকিস্তানের নেই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এসব ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিসিবি ইতোমধ্যে দুই দফা আইসিসির সঙ্গে বৈঠক করেছে। তবে দুই বৈঠকেই বিসিবি তাদের আগের অবস্থানে অনড় থাকলেও আইসিসি সূচিতে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়ে দিয়েছে।

এদিকে আইসিসি আগামী বুধবারের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে বলে জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে বিকল্প দল হিসেবে র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে।

এর আগে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানও তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। এমনকি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহও নাকি প্রকাশ করেছিল পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এক সূত্রের বরাতে জানায়, বাংলাদেশের অনিশ্চয়তার কারণে পাকিস্তান তাদের অনুশীলনও সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে পরে গালফ নিউজকে পিসিবির আরেকটি সূত্র স্পষ্ট করে জানিয়েছে, পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই টানাপোড়েনের শুরু। পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। এরই প্রতিক্রিয়ায় বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় এবং ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow