রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বয়সকে চ্যালেঞ্জ করতেই ফুটবল খেলেন। ৪০ বছর বয়সেও তার পায়ের জাদু থামার কোনো লক্ষণ নেই। রিয়াদের আল-আওয়াল পার্কে রোববার রাতে আল-খালিজের বিপক্ষে আবারও সেই পুরনো ঝলক—দর্শকদের নিঃশ্বাস আটকে দেওয়া এক শ্বাসরুদ্ধকর বাইসাইকেল কিক, যা মনে করিয়ে দিল রোনালদোর জন্য বয়স এখনো শুধুই সংখ্যা। সৌদি প্রো লিগের দশম রাউন্ডে আল-নাসর ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল-খালিজকে। কিন্তু পুরো ম্যাচ ছাপিয়ে গেছে রোনালদোর সেই গোল—একটি মুহূর্ত, যা মনে করিয়ে দিয়েছে তার মাদ্রিদ ও জুভেন্টাস-দিনগুলোর ক্লাসিক ঝলক। লিগে এর আগে টানা আট ম্যাচ জিতে আসা আল-নাসর এদিনও শুরু থেকেই আধিপত্য দেখায়। জোয়াও ফেলিক্স ও সাদিও মানের দুর্দান্ত পারফরম্যান্সে ৪ গোলের উৎসব করেছে জর্জ জেসুসের দল। ফেলিক্স গোল করেছেন একটি, তৈরি করেছেন আরেকটি; মানেও পেয়েছেন নিজের নামের পাশে এক গোল। তবুও সব আলো কেড়ে নেন রোনালদো। ৭৮তম মিনিটে আল-খালিজ যখন কিছুটা চাপ সৃষ্টি করে ম্যাচে ফিরতে চেষ্টা করছিল, ঠিক তখনই বুসহালের ক্রস বক্সে ভেসে যায়। রোনালদো পিছনে ঝাঁপিয়ে পড়ে বাতাসে ভাসমান অবস্থায় পায়ের তীক্ষ্ণ ঘূর্ণিতে বল পা

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বয়সকে চ্যালেঞ্জ করতেই ফুটবল খেলেন। ৪০ বছর বয়সেও তার পায়ের জাদু থামার কোনো লক্ষণ নেই। রিয়াদের আল-আওয়াল পার্কে রোববার রাতে আল-খালিজের বিপক্ষে আবারও সেই পুরনো ঝলক—দর্শকদের নিঃশ্বাস আটকে দেওয়া এক শ্বাসরুদ্ধকর বাইসাইকেল কিক, যা মনে করিয়ে দিল রোনালদোর জন্য বয়স এখনো শুধুই সংখ্যা।

সৌদি প্রো লিগের দশম রাউন্ডে আল-নাসর ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল-খালিজকে। কিন্তু পুরো ম্যাচ ছাপিয়ে গেছে রোনালদোর সেই গোল—একটি মুহূর্ত, যা মনে করিয়ে দিয়েছে তার মাদ্রিদ ও জুভেন্টাস-দিনগুলোর ক্লাসিক ঝলক।

লিগে এর আগে টানা আট ম্যাচ জিতে আসা আল-নাসর এদিনও শুরু থেকেই আধিপত্য দেখায়। জোয়াও ফেলিক্স ও সাদিও মানের দুর্দান্ত পারফরম্যান্সে ৪ গোলের উৎসব করেছে জর্জ জেসুসের দল। ফেলিক্স গোল করেছেন একটি, তৈরি করেছেন আরেকটি; মানেও পেয়েছেন নিজের নামের পাশে এক গোল।

তবুও সব আলো কেড়ে নেন রোনালদো।

৭৮তম মিনিটে আল-খালিজ যখন কিছুটা চাপ সৃষ্টি করে ম্যাচে ফিরতে চেষ্টা করছিল, ঠিক তখনই বুসহালের ক্রস বক্সে ভেসে যায়। রোনালদো পিছনে ঝাঁপিয়ে পড়ে বাতাসে ভাসমান অবস্থায় পায়ের তীক্ষ্ণ ঘূর্ণিতে বল পাঠান জালে। গোলকিপার অ্যান্থনি মরিস কেবল তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।

স্টেডিয়াম স্তব্ধ—তারপর উত্তাল। এমন ধরনের গোল আজকাল আর কেউ নিয়মিত করতে পারে না। কিন্তু রোনালদো পারে আর এটাই তাকে রোনালদো বানায়।

এই গোলের মাধ্যমে রোনালদো তার মৌসুমের গোল সংখ্যা ১০-এ নিয়ে গেলেন। প্রতিটি ম্যাচে গোল, প্রতি মুহূর্তে প্রভাব—৪০ ছুঁলেও তিনি লড়ছেন তরুণদের সঙ্গে নয়, বরং নিজের কিংবদন্তির সাথে।

আল-নাসর এখন ৯ ম্যাচে ৯ জয়, লিগে সর্বোচ্চ ৩০ গোল করে সবার ওপরে।

ফুটবল হয়তো পরিবর্তন হয়েছে, লিগের মান নিয়েও বিতর্ক রয়েছে। কিন্তু একটি বিষয় আজও অপরিবর্তিত—গোল করতে হলে এখনো রোনালদোর কাছেই তাকিয়ে থাকে তার দল এবং তার কোটি ভক্ত।

রাতের সেই বাইসাইকেল কিক আবারো মনে করিয়ে দিল—ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো খেলা বদলানোর নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow