অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেন তারা

2 days ago 11
অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে এবং টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কোটি টাকার প্রতারণা চালানো সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন ইউনিট। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদ (৩০)।  বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইন নজরদারির ভিত্তিতে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তসংলগ্ন গ্রাম এবং দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে স্বল্প সময়ে কয়েকগুণ মুনাফা পাওয়ার আশ্বাস দিত তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।  সিআইডির ধারণা, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও ব্যক্তি জড়িত থাকতে পারে। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ভুয়া পরিচয়ে ব্যবহৃত একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলার আসামি। বর্তমানে মামলার তদন্ত চলছে। সিআইডি জানিয়েছে, তদন্তের মাধ্যমে চক্রের মূল রহস্য উদঘাটন করা হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
Read Entire Article