অনিয়মের অভিযোগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

3 months ago 7

কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ শহরে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে একটিকে সিলগালাও করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার মোহাম্মদ উল্লাহ।

সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ‘ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার মোহাম্মদ উল্লাহ বলেন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান।


সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জিকেএস

Read Entire Article