অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢামেকের দক্ষিণ গেটে বিশেষ অভিযান

5 months ago 122

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করেছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই আদালতে একাধিক ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ মে) ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে লালবাগ ট্রাফিক বিভাগের সহযোগিতায় এই আদালত পরিচালিত হয়।

ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ঢামেকের দক্ষিণ গেট এলাকায় বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিংয়ের অভিযোগে ডিএমপির ট্রাফিক বিভাগের মাধ্যমে একাধিক ব্যক্তিকে বিভিন্ন দণ্ড (সাজা) প্রদান করা হয়েছে।

এছাড়াও একই এলাকায় মূল সড়কে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি অবৈধ স্থাপনা এবং মালামাল জব্দ করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

কেআর/ইএ

Read Entire Article