শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে সেগুনবাগিচার ব্যবসায়ী লিমন হোসেনের ৭ কোটি টাকার মালমাল পুড়ে গেছে বলে জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সেগুন বাগিচা থেকে মেট্রোরেলে বিমানবন্দরে যাওয়ার সময় তিনি জাগো নিউজকে এ তথ্য জানান।
লিমন হোসেন বলেন, গত বুধবার চীন থেকে জুতা, ব্যাগ, গার্মেন্টস পণ্য আমদানি করা হয়। আগামীকাল ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল। কিন্তু তার আগে আজ আগুনে সব পুড়ে গেছে। এয়ারপোর্টের ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে। আমার সব শেষ হয়ে গেলো।
তিনি বলেন, আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারি কিনতেন। আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেলো। এ ক্ষতি কমাতে সরকারের সহযোগিতা চাই।
এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে তাদের চারটি ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দেয়।
এছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এমএমএ/ইএ/এমএস