মেহেরপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

2 hours ago 4

মেহেরপুরের গাংনীর কাথুলী সীমান্ত দিয়ে ১৪ জনকে ‌ঠেলে পাঠিয়েছে ‘পুশব্যাক’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে সীমানারেখার ১৩৩/৩এস পিলারের অভ্যন্তর দিয়ে বিএসএফ এই ১৪ জনকে হস্তান্তর করে। পুশব্যাক হওয়া এই ব্যক্তিরা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। এর মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। আসাম রাজ্যের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার জেলেল বস্তি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান (৩৮), তার স্ত্রী লুৎফা খাতুন (২৮), মেয়ে হাবিবা খাতুন (১২) আলিয়া খাতুন (১.৫) ও ছেলে হাবিবুল্লা (০৫)। এছাড়া একই এলাকার খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বাবুল (৫০), তার স্ত্রীর আফরোজা খাতুন (৪৩), মেয়ে লাভলী খাতুন (২৫) শবনম খাতুন (১৯), ছেলে সাদ্দাম হোসেন (২৪), বেউরঝাকী গ্রামের আজগর আলী ছেলে তরিকুল ইসলাম (২৮), রত্নাই গ্রামের ধুনিবুলা মোহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও লক্ষহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসেম হাতেম (৫২)।

মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশব্যাক হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসিফ ইকবাল/কেএইচকে/জেআইএম

Read Entire Article