দিল্লিতে রাজ্যসভার এমপিদের বাসভবনে ভয়াবহ আগুন

3 hours ago 3

দিল্লির বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। যদিও দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

দমকল বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ছয়টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, অ্যাপার্টমেন্টের ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না, এমনকি পানির ট্যাংক ও পাইপলাইনেও পানি ছিল না।

এক বাসিন্দা এনডিটিভিকে বলেন, আগুন দেখেই আমরা ফায়ার সিস্টেম চালু করতে চেয়েছিলাম, কিন্তু কোথাও পানি ছিল না। ফায়ার হাইড্রেন্ট পুরোপুরি বিকল অবস্থায় ছিল।

আগুনে ভবনটির নিচের দুই তলায় গুরুতর ক্ষতি হয়েছে।

দমকল বাহিনী জানিয়েছে, আগুন সম্পূর্ণ নেভানো হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস নির্ধারণে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Read Entire Article