অভিবাসীবোঝাই নৌকায় সন্তান জন্ম দিলেন নারী

4 hours ago 6

সাগরে ভেসে থাকা এক ডিঙি নৌকায় সন্তান জন্ম দিয়েছেন এক নারী। অভিবাসীবোঝাই ওই নৌকাটি স্পেনের ল্যানজারোট দ্বীপে যাচ্ছিল। পরে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এখন তারা দুজনই সুস্থ আছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকারি কর্মকর্তারা। খবর স্কাই নিউজের। 

ল্যানজারোট দ্বীপের মোলিনা ওরোসা ইউনিভার্সিটি হাসপাতালের ইমারজেন্সি কো-অর্ডিনেটর ডা. মারিয়া সাবালিচ জানান, চিকিৎসকদের একটি টিম মা ও নবজাতকের দেখভাল করছে। তারা এখনও হাসপাতালেই আছে। কিন্তু আগের চেয়ে সুস্থ আছে।

স্পেনের কোস্টগার্ড জানিয়েছে, মরক্কোর তান তান প্রদেশ থেকে নৌকায় চেপে বসেছিলন ওই অন্তঃসত্ত্বা নারী। তান তান প্রদেশটি ল্যানজারোট দ্বীপ থেকে প্রায় ১৩৫ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে অবস্থিত। হাসপাতাল ছাড়ার পর অভিবাসীদের জন্য তৈরি করা মানবিক সেন্টারে পাঠানো হবে ওই মা তার কন্যা শিশুকে।

পশ্চিম আফ্রিকান উপকূল থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপে পাড়ি জমায়। সাগরপথে ভয়ংকর এই যাত্রায় প্রাণ হারান শত শত অভিবাসী। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এ যাত্রায় সহজেই বেঁচে গেছেন ওই ডিঙিতে থাকা অভিবাসীরা।

 

Read Entire Article