অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

1 day ago 7
মার্কিন সরকার মেক্সিকোর কমপক্ষে ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। দুই মেক্সিকান কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ পদক্ষেপ বলে মনে হচ্ছে।  কয়েকটি ভিসা বাতিলের বিষয়টি প্রচারিত হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদনে দেখা গেছে, ভিসা বাতিলের ঘটনা পূর্বের চেয়ে অনেক বেশি বিস্তৃত। তিনজন প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের মতে, পূর্ববর্তী প্রশাসনও এভাবে ভিসা বাতিল করেছে। তবে একই পরিমাণে নয়। এবার সংখ্যাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তারা বলেছেন, নীতিগত লক্ষ্য অর্জনের জন্য ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করার ইচ্ছার ইঙ্গিত দেয় এটি। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেক্সিকোতে দায়িত্বপালন করা মার্কিন রাষ্ট্রদূত টনি ওয়েন বলেছেন, ট্রাম্প প্রশাসন মেক্সিকোর ওপর আরও চাপ প্রয়োগের জন্য নতুন উপায় খুঁজে বের করছে। এই পদক্ষেপ মেক্সিকোর রাজনৈতিক অভিজাতদের মধ্যে নীরব ধাক্কা দিয়েছে। তারা নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন এবং এর জন্য ভিসার প্রয়োজন হয়। এটি মার্কিন মাদকবিরোধী পদক্ষেপের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণকেও চিহ্নিত করে। কারণ, এবার ট্রাম্প প্রশাসন সক্রিয় রাজনীতিবিদদের লক্ষ্যবস্তু করেছেন। সাধারণত চোখে কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল পদক্ষেপ এটি।  একজন প্রবীণ মেক্সিকান রাজনীতিবিদ সূত্র জানিয়েছেন, ক্ষমতাসীন মোরেনা দলের ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ এবং অন্যান্য রাজনৈতিক দলের কয়েক ডজন কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছে। সংবেদনশীল বিষয়ে কথা বলার জন্য সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। রয়টার্স ভিসা বাতিল হওয়া মেক্সিকান কর্মকর্তাদের নাম নিশ্চিত করতে পারেনি। এখন পর্যন্ত মাত্র চারজন প্রকাশ্যে নিশ্চিত করেছেন, তারা তাদের ভিসা হারিয়েছেন। এদের মধ্যে বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর মারিনা দেল পিলার আভিলাও রয়েছেন। তবে তিনি মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে নিজের যোগসূত্র অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রকে কারও ভিসা বাতিল করার জন্য ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। নিষেধাজ্ঞা আরোপ, মামলা বা অন্য উপায়ে কাউকে চাপে ফেলার চেয়ে ভিসা বাতিল পদ্ধতি বেশি প্রয়োগ করে ওয়াশিংটন।
Read Entire Article