অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

6 hours ago 2
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রাজ্য দল ও শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৬ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়। আর এতে ইনিংস ও ১২ রানের পরাজয়ের স্বাদ পায় মাহিদুল ইসলামের দল। আজ তৃতীয় দিনের খেলা শুরুর পর নবম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৪৯ রান করে উইকেটে থিতু থাকা শাহাদাত হোসেন দীপুকে ফেরান হ্যারি থর্নটন। আরেক সেট ব্যাটার ইয়াসির আলী চৌধুরী ৩৬ রানে বিদায় নিলে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩৫ রান। দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে ‘এ’ দলের অধিনায়ক অঙ্কন ও নাঈম হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ৪৮ রান। ৬১তম ওভারের তৃতীয় বলে নাঈমকে (২২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জার্সিস ওয়াদিয়া। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৯ উইকেটে ২০৬ রান।  ইনিংস হার এড়াতে তখনো বাংলাদেশের দরকার ছিল ৬০ রান। হাসান মাহমুদ-হাসান মুরাদ নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেও ইনিংস হার এড়াতে পারেননি। দশম উইকেটে তাদের জুটিতে ৪৮ রান যোগ হতেই ভেঙে যায় সেটা। ৮৩.৩ ওভারে ২৫৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ইনিংস ও ১২ রানে হার নিশ্চিত হয় অঙ্কনের দলের। দ্বিতীয় ইনিংসে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে জর্ডান বাকিংহাম সর্বোচ্চ ৩ উইকেট নেন।  এর আগে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয়। সাউথ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৮০ রান।
Read Entire Article