অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

3 months ago 14

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আদেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিএসটিআই অনুমোদন না থাকায় অভিযান চালানো হয়। এসময় হাউসপুর মোড়ে মুসা সুপার আইসক্রিম, শাপলা আইসক্রিম ও মুবিন আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরজু ফুডে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন বেকারি মালিককে।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর নিজামুদ্দিন ও চুয়াডাঙ্গা সেনাবাহিনীর একটি টিম।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

Read Entire Article