ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে রীতিমত বিধ্বস্ত করল ইংল্যান্ড। ফিল সল্টের ঝোড়ো ৮৫ রান ও অধিনায়ক হ্যারি ব্রুকের বিধ্বংসী ৭৮ রানের ইনিংসের সামনে উড়ে গেলো স্বাগতিক কিউইরা। দুটি ঝোড়ো ইনিংসে ইংল্যান্ড প্রথমে গড়ে ২৩৬ রানের পাহাড়সম সংগ্রহ। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭১ রানে, ফলে ৬৫ রানের দাপুটে জয় পায় সফরকারীরা এবং তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটারদের ঝড়ের মুখে পড়ে নিউজিল্যান্ড বোলাররা। সল্ট ও ব্রুক গড়ে তোলেন ১২৯ রানের বিধ্বংসী জুটি। যেখানে ফিল সল্ট ৫৬ বলে ৮৫ রান করেন। তার ইনিংস সাজানো ছিল ৮ চার ও ৫ ছক্কা। হ্যারি ব্রুক ৩৫ বলে ৭৮ রান করেন। তার ইনিংসে ছিল ৭ চার ও ৫টি ছক্কার মার।
দুজনের ব্যাটিং তাণ্ডবে হ্যাগলি ওভালে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ড। সর্বোচ্চ দীলয় স্কোর ২৩৬ (৪ উইকেট হারিয়ে) রান করে তারা। যা আগের সর্বোচ্চ ২০৮ রানের রেকর্ডকে অনেক পেছনে ফেলেছে।
ব্রুকের ইনিংসে ৫৪ রান ছিল শুধু বাউন্ডারি থেকে, যার মধ্যে দুটি বিশাল ছক্কা মাঠের বাইরেও উড়ে যায়। সল্টও শুরু থেকেই আগ্রাসী— মাত্র ৯ বলেই ২০ রান তুলে চাপ তৈরি করেন কিউই বোলারদের ওপর।
নিউজিল্যান্ডের ফিল্ডিং ছিল হতাশাজনক। দুটি সহজ ক্যাচ ফেলায় ম্যাচের মোড় ঘুরে যায়। উইকেটকিপার টিম সেইফার্ট ফেলেন বেটেলের ক্যাচ। পরের ভুল করেন জিমি নিশাম— লং-অন থেকে ব্রুকের সহজ ক্যাচটি ফেলে দেন। এই দুই ড্রপের ফলেই ব্রুক আরও ৫৫ রান যোগ করেন, যা ইংল্যান্ডের বড় সংগ্রহের মূল কারণ হয়ে দাঁড়ায়।
জ্যাকব বেথেল ২৪ রান করে আউট হন। টম ব্যান্টন ২৯ রান করে অপরাজিত থাকেন। কাইল জেমিসন নেন ২ উইকেট। জ্যাকব ডাফি ও মিচেল ব্রেসওয়েল ১টি করে উইকেট নেন।
২৩৬ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ব্রাইডন কার্স দ্বিতীয় ওভারেই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন। এরপর আদিল রাশিদ ও লিয়াম ডসনের ঘূর্ণিতে বেঁধে ফেলে কিউইদের। আদিল রাশিদ ৪ ওভারে ৪ উইকেট নেন ৩২ রান দিয়ে। লিয়াম ডসন ৪ ওভারে নেন ২ উইকেট।
মিচেল স্যান্টনার কিছুটা প্রতিরোধ গড়লেও (১৫ বলে ৩৬) আদিল রাশিদের শেষ বলে তিনিও আউট হয়ে যান। শেষ পর্যন্ত লুক উডের শেষ স্পেলে আরও দুই উইকেট পড়লে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৮তম ওভারে।
আইএইচএস/

3 hours ago
4









English (US) ·