তরুণ কবি সাজেদুর আবেদীন শান্তর সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ঈশ্বর ও হেমলক’র ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যামাজনে। ‘ডিভিনিটি অ্যান্ড হেমলক’ শিরোনামে প্রকাশিত বইটির অনুবাদ করেছেন তরুণ গবেষক ও অনুবাদক তর্ণিকা হাজরা।
বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে দুটি সংস্করণে। পেপারব্যাক সংস্করণ ৪.৯৯ ডলার এবং ই-বুক সংস্করণ ২ ডলার মূল্যে।
সাজেদুর আবেদীন শান্তর প্রকাশিত বইগুলো এক ফর্মার। ফলে তিনি এক ফর্মার কবি হিসেবে পরিচিত। তিনি কবি, সম্পাদক ও গণমাধ্যমকর্মী। বর্তমানে বিভিন্ন পত্রিকায় কবিতা, গল্প, ফিচার ও কলাম লেখেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ (২০২১), ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’ (২০২২) ও ‘ঈশ্বর ও হেমলক’ (২০২৫)।
- আরও পড়ুন
কন্টেন্ট ক্রিয়েটর সারাহ দিবার ‘আমি কি সুন্দর’ বইয়ের আত্মপ্রকাশ
‘আড়ালে আবৃত’ বইয়ের পাঠ পর্যালোচনা সভা
প্রকাশের অপেক্ষায় আছে তার ভ্রমণগ্রন্থ ‘এই বাংলার ধূলি-রাঙা পথে’। তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’।
অনুবাদক তর্ণিকা হাজরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি নারীবাদ এবং সাহিত্যের ওপর গবেষণা করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করছেন। লেখালেখি ও অনুবাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
তর্ণিকা হাজরার অনুবাদে বাংলা কবিতার আবেগ, দার্শনিকতা ও ভাষার ব্যঞ্জনাকে সংরক্ষণ করে বৈশ্বিক পাঠকের সঙ্গে সংযোগ তৈরির সচেতন প্রয়াস লক্ষ্য করা যায়।
এসইউ/জেআইএম