বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ হলো লুটেরাদের দল, চোরের দল। এরা কম্বল চোর, রিলিফ চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর। সব চোরের দল হলো আওয়ামী লীগ।
তিনি বলেন, আওয়ামী লীগ একদিকে চুরিদারি করে দেশটাকে শেষ করে দিয়েছে, আর অন্যদিকে বিএনপি ক্ষমতায় এসে দেশটাকে সাজিয়েছে। এটাই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মৌলিক পার্থক্য।
শনিবার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন।
বিএনপি পাকুন্দিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আমিনুর রহমান ভূঁইয়ার (এমাদ মিয়া) ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আব্দুস সালাম বলেন, ’৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ২৫ মার্চের পর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি। ওই সময় মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতার পর ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট করে দেশটাকে ছারখার করে ফেলেছিল। এ দেশের মানুষ খেতে পায়নি। রাস্তায় বেওয়ারিশ লাশ পড়ে থাকত, তাদের দাফন করার কেউ ছিল না। সে অবস্থায় এ দেশের সেনাবাহিনী ও জনগণ মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানোয় তিনি দেশের মানুষের জন্য কাজ করে দেশটাকে নতুন করে সাজিয়ে ছিলেন।
তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইমাদ সাব্বিরের সভাপতিত্বে এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর।