আ.লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত গ্রেপ্তার

3 months ago 10
আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘জয় বাংলা ব্রিগেড’-এর সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। সোমবার (০২ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  সিটিটিসির দাবি, গ্রেপ্তারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।  সিটিটিসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে মো. মেশকাত হোসেন বাক্কাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসি জানিয়েছে, এর আগে গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর রমনা পার্ক এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সংলগ্ন স্থানে একটি গোপন বৈঠকের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, সেখানে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশে একটি ষড়যন্ত্রমূলক সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়, যাতে মেশকাত হোসেন এজাহারভুক্ত অন্যতম আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Read Entire Article