আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা

3 months ago 12

আওয়ামী লীগ মিছিল করা বা সংগঠিত হওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর আপনাদের কার্যক্রম কি হবে? জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে, আমরা সেই ধরনের কাজ করবো।

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আপনাদের নজরদারিটা কি থাকবে, সেটা যদি বলেন- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেদিন উপদেষ্টা আসিফ নজরুল বিস্তারিত বলেই দিয়েছেন, কি ধরনের কার্যক্রম নেওয়া হবে। আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়নের দায়িত্ব হলো আমাদের।

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ঝটিকা মিছিল, প্রত্যুষ মিছিল, রাতের মিছিল করার চেষ্টা করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব মিছিলের কথা বললেন এ বিষয়ে আপনারা যদি আমাদের একটু আগে জানিয়ে দিতে পারেন আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। আপনাদের জানানোর আগে যদি আমরা আমাদের গোয়েন্দাদের মাধ্যমে খবর পাই, অ্যাকশন নেবো।

বিদেশে চলে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল করা হয়নি। এ বিষয়ে পাসপোর্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না- এ বিষয়ে তিনি বলেন, এজন্য এটার বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তিনি (আবদুল হামিদ) ছিলেন রাষ্ট্রপতি। সবার ক্ষেত্রে সব আইন প্রযোজ্য কি না- এটা আমি জানি না। এজন্য কমিটি অনুসন্ধান করে দেখবে- তার কাছে পাসপোর্ট রাখা বৈধ ছিল নাকি অবৈধ ছিল। প্রেসিডেন্টরা পদে না থাকলেও তারা কিন্তু ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী চার নম্বরে থাকেন। তারা ওই হিসেবে কিন্তু কিছু কিছু সুযোগ-সুবিধা পান। প্রটোকলের বাইরে তাকে কিছু সুবিধা দেওয়া হয়েছে কি না সেটি কমিটি দেখবে।

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। তবে এটার ক্ষেত্রে আমি বলব আমরা যতটুকু পরিমাণ চেয়েছিলাম, অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয়নি।

আরএমএম/এমআইএইচএস/এমএস

Read Entire Article