আজও কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের চাপ

2 months ago 46

ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। রেলওয়ের তথ্যমতে—শুক্রবার (১৩ জুন) ফিরতিযাত্রার চতুর্থ দিন। এদিন সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রীদের বেশিরভাগই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন। ঈদ উদযাপন শেষে তারা কর্মস্থলে ফিরছেন।

আজও কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের চাপ

সরেজমিনে রেলস্টেশন ঘুরে দেখা গেছে, কেউ এসেছেন সপরিবারে, কেউ একা। সবার সঙ্গে ছিল ব্যাগ, স্যুটকেস ও শিশুরা।

রংপুর থেকে আসা যাত্রী সালমা আক্তার বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম, এখন ফিরতে হচ্ছে চাকরির কারণে। ভিড় একটু বেশি, তবে নিরাপদে এসেছি।’

নীলফামারী থেকে আসা আরেক যাত্রী হাসান জামিল বলেন, ‘অফিস শুরু রোববার। কিন্তু ফিরতি টিকিট শুক্রবারেরটা পেয়েছিলাম। তাই আগেভাগেই আসতে হয়েছে।’

আজও কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের চাপ

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকে ১০টা আন্তঃনগর ট্রেন কমলাপুরে ঢুকেছে। সব ট্রেন সঠিক সময়ে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।’

এদিকে, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতিযাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

তবে ফিরতি যাত্রায় গত কয়েকদিনের মতো আজও বেশিরভাগ যাত্রীকেই মাস্ক পরতে দেখা যায়নি।

আরএএস/এমকেআর/জিকেএস

Read Entire Article