ফ্যাশন মানে শুধু পোশাক নয়, বরং এক ধরণের মনোভাব-যেখানে আত্মবিশ্বাসই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয় অলংকার। শর্বরী যেন সেটিই প্রমাণ করলেন তার সাম্প্রতিক বডিকন লুকে। সুচারু কাট, নিখুঁত ফিট আর অনাবিল আত্মবিশ্বাস সব মিলিয়ে তিনি যেন বলছেন, স্টাইল মানে নিজের ওপর বিশ্বাস রাখা। লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের ভেতরেও তার উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও নির্ভার; যেন ফ্যাশন নয়, বরং আত্মবিশ্বাসই তার পরিধান। শর্বরীর এই লুক আজকের আধুনিক নারীর প্রতিচ্ছবি যিনি নিজের সৌন্দর্য, স্টাইল এবং শক্তি নিয়ে গর্বিত, ঠিক যেমন তিনি নিজেই।
ক্রাইম-কমেডি ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল শর্বরী বাগের। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি, আর হাতে উঠে আসে ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। এরপর খানিকটা বিরতি নিলেও ফিরে আসেন টানা দুটি সফল সিনেমা নিয়ে। পর্দায় তার অভিনয়ের মতোই অফ-স্ক্রিন উপস্থিতিও এখন আলোচনায়। বিশেষ করে ফ্যাশন অনুরাগীদের কাছে।
সোশ্যাল মিডিয়ায় তার স্টাইলিশ আর এক্সপেরিমেন্টাল লুকগুলো দেখে বোঝাই যায়, শর্বরী ধীরে ধীরে হয়ে উঠছেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন।
সাম্প্রতিক এক ফটোশুটে তিনি হাজির হয়েছেন মারমেইড কাটের কালো বডিকন গাউনে। শরীরের সঙ্গে মানানসই এই পোশাক তার গ্ল্যামারকে আরও উজ্জ্বল করে তুলেছে। পুরো লুকের মূল আকর্ষণ ছিল গলার গয়না ২৪ ক্যারেট সোনায় মোড়ানো স্ট্রাকচার্ড নেক প্লেট। ধাতব উপাদানে নির্মিত এই শিল্পিত গয়না যেন একসঙ্গে বর্ম ও অলংকারের অনুভূতি জাগায়, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে তিনি মিলিয়েছেন সোনালি স্টেটমেন্ট অনুষঙ্গ। হাতে পরেছেন ভারী কাফ ব্রেসলেট, কানে স্টাইলিশ ইয়ারকাফ আর গলার বর্ম-স্টাইল নেক প্লেটটি পুরো সাজে এনেছে রাজকীয় আবেদন।
মেকআপেও ছিল সরলতার ছোঁয়া। সফট গ্ল্যাম লুকে হালকা গ্লো, স্বাভাবিক টোনের শেড আর চোখে নরম কাজল তাকে করে তুলেছে আকর্ষণীয়। সঙ্গে সেমি ওয়েট হেয়ারস্টাইল এনে দিয়েছে এক অনন্য স্বতঃস্ফূর্ত ভাব। শর্বরীর এই লুক নিঃসন্দেহে বলিউড ফ্যাশন ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করবে।
ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তার এই উপস্থাপন প্রমাণ করে, ফ্যাশনে তিনি শুধু অনুসারী নন, বরং খুব শিগগিরই হয়ে উঠতে চলেছেন নতুন ট্রেন্ডসেটার।
জেএস/