হারারে টেস্টের প্রথম দিনই যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল আফগানিস্তান, তাতে ফল যে দ্রুতই হয়ে যাবে, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। মাত্র তিনদিনেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলো আফগানিস্তান। জিম্বাবুয়ের জয় এক ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে।
রিচার্ড এনগারাভা এবং বেন কারানের নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে এলো এই ঐতিহাসিক জয়। আফগানিস্তানকে হারিয়ে ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুইয়ানরা। শুধু তাই নয়, ২০০১ সালের পর এই প্রথম ইনিংস ব্যবধানে জয় এবং টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।
এই ঐতিহাসিক সাফল্যের নায়ক ছিলেন রিচার্ড নগারাভা, যিনি এক ইনিংসে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন। আকাশ মেঘলা থাকা অবস্থায়ও দারুণ সুইং ও ধারাবাহিক বোলিংয়ে আফগান ব্যাটিংকে গুঁড়িয়ে দেন তিনি। ২৩২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফগানরা গুটিয়ে যায় মাত্র তিন ঘণ্টার মধ্যেই। অলআউট হয় ১৫৯ রানে।
তৃতীয় দিনের শুরুতে আফগানিস্তান দ্রুত উইকেট হারাতে শুরু করে। তানাকা চিভাঙ্গা ইনিংসের শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে (৯ রান) ফিরিয়ে দেন। এরপর এনগারাভা ইবরাহিম জাদরানকে (৪২) ও হাশমতুল্লাহ শহিদিকে (৭) তুলে নেন।
ব্লেসিং মুজারাবানির বাউন্সারে বাহির শাহ ৩২ রান করে ফিরে যান, আর আফসার জাজাইও ১৮ রান করে ফিরে যান এর কিছুক্ষণ পরই। দুপুরের পর এনগারাভা একের পর এক আঘাত হানেন আফগানিস্তান ইনিংস। ইসমাত আলমকে (১৬) অসাধারণ এক ক্যাচে ফেরান উইকেটকিপার তাফাদজাওয়া সিগা, দুই ওভার পরই শারাফুদ্দিন আশরাফকে (৯) আউট করে নিজের প্রথম টেস্ট ফাইভ-উইকেট হওয়া নিশ্চিত করেন।
শেষ দিকে ব্লেসিং মুজারাবানি দুই উইকেট নিয়ে আফগান ইনিংস গুটিয়ে দেন। পুরো ম্যাচে মোট ছয় উইকেট নেন তিনি।
এর আগে দ্বিতীয় দিনের তারকা ছিলেন বেন কারান, যিনি ১২১ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন। সিকান্দার রাজা যোগ করেন গুরুত্বপূর্ণ ৬৫ রান।
জয়ের পর জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘অসাধারণ অনুভূতি। বছরটা কঠিন ছিল, তাই জয়ের মাধ্যমে শেষ করতে পেরে দারুণ লাগছে। এনগারাভা, মুজারাবানি ও চিভাঙ্গা সবাই অসাধারণ বল করেছে। আর কারানের ইনিংস ছিল পরিপক্বতা ও নিয়ন্ত্রণের নিদর্শন।’
অন্যদিকে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম; কিন্তু ১ উইকেট ৭৭ রান থেকে ১২৭ অলআউট হয়ে যাওয়া ম্যাচটা শেষ করে দিল। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার অভাবটাই আমাদের পতনের মূল কারণ।’
দুই দল এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে, শুরু ২৯ অক্টোবর ২০২৫ থেকে।
আইএইচএস/