আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের নাম প্রকাশের দাবি

3 months ago 44

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশত্যাগে সহায়তাকারীদের পদচ্যুত করে বিচারের মুখোমুখি করা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে দাবি করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন জুলাই ঐক্য সংগঠনের সদস্যরা। মিছিল শেষে টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।

সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, অভ্যুত্থানের পর আমরা আশায় বুক বেঁধেছিলাম একটা সুখী-সমৃদ্ধ, ইনসাফপূর্ণ বাংলাদেশ পাবো। তিনি অভিযোগ করেন, আবদুল হামিদ পালায়নি, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার পর, দেশ ছেড়েছে। যারা হামিদকে সেফ এক্সিট দিয়েছে, তাদের নাম প্রকাশ করতে হবে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জুলাই অভ্যুত্থানে আহত বাবু এমদাদ বলেন, আবদুল হামিদ তোমাদের পাহারায় দেশ ছেড়েছে। হত্যা মামলার আসামি কীভাবে দেশ ছাড়ে প্রশ্ন রেখে এমদাদ বলেন, হত্যা মামলার আসামি কীভাবে দেশ ছাড়ে আমাদের বলতে হবে। যারা মনে করো আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এজেন্সি রাগ করবে তারা বাংলাদেশের রাজনীতি বাদ দিয়ে এজেন্সির রাজনীতি করো। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।

কবি আবিদ আজম, আবদুল হামিদকে হাসিনার তল্পিবাহক দাবি করে বলেন, শেখ হাসিনার তল্পিবাহক হামিদ পালিয়ে গেছে। কীভাবে খুনি লীগের এই তল্পিবাহক পালিয়ে যায় ইন্টেরিমকে তার জবাব দিতে হবে।

এফএআর/এসএনআর/জিকেএস

Read Entire Article