আরও একটি আকর্ষণীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, যে সুবিধা পাবেন

3 hours ago 5

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নিয়ে আসছে আরও একটি চমকপ্রদ ফিচার। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট WABetaInfoজানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন বেটা ভার্সনে (Android) ইউজারনেম সিস্টেমের প্রাথমিক পরীক্ষা চালানো হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন কিংবা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নাম বেছে নিতে পারবেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুর প্রোফাইল ট্যাবে*যুক্ত হবে ইউজারনেম অপশনটি। সেখানে গিয়ে ব্যবহারকারীরা নিজস্ব নাম নির্ধারণ বা রিজার্ভ করতে পারবেন। তবে নির্বাচিত ইউজারনেমের মালিকানা নিশ্চিত করতে হবে মেটা অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু হয়নি। তবে ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। মেটার লক্ষ্য, তাদের সব প্ল্যাটফর্মকে (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল যে, ইউজারনেম ফিচারটি ২০২৬ সালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু করা হতে পারে।

 একনজরে সুবিধা :

১. ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারনেম হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে।

২. প্রোফাইল থেকে ইউজারনেম রিজার্ভ বা পরিবর্তনের সুযোগ থাকবে।

৩. অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে মালিকানা যাচাই করা যাবে।
 

যা বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, চ্যাট ও ব্যবসায়িক যোগাযোগে এই ফিচার হোয়াটসঅ্যাপকে আরও সহজ ও ইন্টার‌্যাকটিভ করে তুলবে।

সূত্র : জিও নিউজ

Read Entire Article